এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার গাবতলী উপজেলায় নিজ বসতবাড়িতে লুটপাটের পর রাজিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দুর্গাহাটা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত রাজিয়া বেগম ওই গ্রামের মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকায় কর্মরত ছোট ছেলে রঞ্জু প্রামানিকের বাড়িতে ৮ বছর বয়সী নাতিকে নিয়ে একাই বসবাস করতেন রাজিয়া বেগম। ঘটনার রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ‘ভাড়া নিতে এসেছি’ এমন কথা বলে ৫/৭ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তারা রাজিয়া বেগম ও তার নাতির হাত-পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারি, আসবাবপত্র ভেঙে নগদ প্রায় ১০ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা রাজিয়া বেগমকে শ্বাসরোধে হত্যা করে বলে দাবি করেছেন স্বজনরা। তবে শিশুটিকে জীবিত অবস্থায় পরে উদ্ধার করা হয়।
গাবতলী মডেল থানার (ওসি) সেরাজুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো এলাকা। অনেকেই দাবি করছেন, গ্রামাঞ্চলেও সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।