খাজা রাশেদ, লালমনিরহাট:
লালমনিরহাটে ডিজিটাল মিটার অপসারণ করে প্রি-প্রেইড মিটার স্থাপন না করার দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ লালমনিরহাট বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলীর দপ্তর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেন বিদ্যুৎ গ্রাহকরা।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে লালমনিরহাটের নেসকো অফিসের সামনে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন।
এ সময়ে জনস্বার্থ উপেক্ষা করে হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন লালমনিরহাটের সাধারণ বিদ্যুৎ গ্রাহকেরা। সেই সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেন তারা।
এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে নেসকো অফিসের প্রধান ফটক বন্ধ রাখে কর্তৃপক্ষ।
প্রি-পেইড মিটার স্থাপন করা হলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ পরিশোধসহ নানা হয়রানির শিকার হতে হবে বলে জানান গ্রাহকেরা। ঘটনা স্থলে লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী গিয়ে গ্রাহকদের বিক্ষোভ থামানোর চেষ্টা করে।
পরে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) একেএম ফজলুল হক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
লালমনিরহাট নেসকোর নির্বাহী প্রকৌশলী মাহামুদুর রহমান বিক্ষোভরত জনতাদের সামনে মাইকে ঘোষণা করেন হয়রানিমূলক প্রি-পেইড মিটার স্থাপন সমস্যা সমাধানের জন্য দ্রুত সময়ে
কাজ করা হবে।