, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড


‎এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকায় হাসিবুল ইসলাম নামে একজন ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ আগষ্ট)  এ অভিযান পরিচালিত হয়।
‎কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজ বিজ্ঞানে ডিগ্রি অর্জনকারী মো. হাসিবুল ইসলাম গত ২০২০ সাল থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।

 

তিনি, প্রেসক্রিপশন লেখা থেকে শুরু করে এন্টিবায়োটিক, ইন্ট্রাভেনাস স্যালাইনসহ বিভিন্ন নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে বহু রোগীর ক্ষতি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

মেডিক্যাল ও ডেন্টাল আইন ২০১০ অনুযায়ী ভুয়া পদবী ব্যবহার ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসিবুল ইসলাম তিনি এলাকায় মানুষের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরার পাশাপাশি এধরণের অভিযান নিয়মিত পরিচালনা করার দাবি জানান তারা।

জনপ্রিয়

‎লালমনিরহাটের কালীগঞ্জে ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫


‎এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকায় হাসিবুল ইসলাম নামে একজন ভুয়া ডাক্তারকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ আগষ্ট)  এ অভিযান পরিচালিত হয়।
‎কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজ বিজ্ঞানে ডিগ্রি অর্জনকারী মো. হাসিবুল ইসলাম গত ২০২০ সাল থেকে নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন।

 

তিনি, প্রেসক্রিপশন লেখা থেকে শুরু করে এন্টিবায়োটিক, ইন্ট্রাভেনাস স্যালাইনসহ বিভিন্ন নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে বহু রোগীর ক্ষতি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

মেডিক্যাল ও ডেন্টাল আইন ২০১০ অনুযায়ী ভুয়া পদবী ব্যবহার ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাসিবুল ইসলাম তিনি এলাকায় মানুষের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন।

এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরার পাশাপাশি এধরণের অভিযান নিয়মিত পরিচালনা করার দাবি জানান তারা।