
শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকায় রহস্যজনকভাবে একজন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মৃত ব্যক্তির নাম মোস্তাফিজার রহমান (৩৯), যিনি জয়পুরহাটের পাঁচবিবি থানার কোতোয়ালিবাগ গ্রামের মো. মনতাজ উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজার দীর্ঘদিন ধরে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
ঘটনার দিন সকালে তার বন্ধ ঘর থেকে পচা দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীরা সন্দেহ বোধ করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মোস্তাফিজারের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা এই ঘটনার পর আতঙ্কিত। তারা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত তদন্ত চালিয়ে রহস্য উদঘাটন করতে।
এই হত্যাকাণ্ড বা রহস্যজনক মৃত্যুর পেছনে প্রাথমিকভাবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে।