
শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে এক শিশু অসুস্থ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ শিশু হলেন গাজীপুর সিটি কর্পোরেশন কাশেমপুর থানার ২ নং ওয়ার্ডের লোহাকৈর মাজার রোড এলাকার শামসুল আলমের ছেলে সবুজ (৫)। অসুস্থ শিশুর ভাই মাহফুজ জানান গত কয়েকদিন আগে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে আমার ছোট ভাই সবুজ অসুস্থ হয়ে পড়েছে। সেই সাথে বমি এবং পাতলা পায়খানা রোগে আক্রান্ত হয়েছে। ডাক্তারের চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছে। সরে জমিনে গিয়ে দেখা, যায় ২৭ আগস্ট বুধবার দুপুর বেলা লোহাকৈর মসজিদের ইমাম সেভয় কোম্পানির আইসক্রিম খেতে গেলে সেখানে দেখা গেছে আইসক্রিমের মোড়কে ১৪/০২/২০২৬ইং সন পর্যন্ত মেয়াদ রয়েছে কিন্তু আইসক্রিম প্যাকেট ছিঁড়ে খেতে গেলে সেখানে ফাগন্দ পড়া অবস্থায় আইসক্রিম টি পাওয়া যায়। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করছে। পরে সেভয় কোম্পানির আইসক্রিম পরিবহন গাড়িটি কিছু সময়ের জন্য এলাকাবাসী জব্দ করে রাখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি ছেড়ে দেওয়া হয়। সেভয় কোম্পানির ডিলার মনিরুজ্জামান মৌচাক ইউনিয়নের মাজার রোড জামতলা এলাকায় ডিলার নিয়ে আইসক্রিমের ব্যবসা করে আসছে। এ ব্যাপারে আইসক্রিমের ডিলার মনিরুজ্জামান এর সাথে কথা বললে তিনি বলেন, এই কোম্পানির আইসক্রিমের গুণগত মান অনেক ভালো তবে প্যাকেটের ভিতরে সমস্যার দায়ভার এটা কোম্পানিকেই নিতে হবে। আইসক্রিম খেয়ে শিশুর অসুস্থর বিষয় জানতে চাইলে তিনি দুঃখ প্রকাশ করেন।
এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার আহমেদ বলেন উপজেলা হেলথ ইন্সপেক্টর কে সাথে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।





















