
নিজস্ব প্রতিবেদঃ
নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার মধ্যরাতে, ওই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবকালীন সময়ে নবজাতকটির মৃত্যু হয় বলে অভিযোগ করেছে প্রসুতির পরিবারের পক্ষ থেকে । ভুক্তভোগী পরিবারের দাবি, প্রসব ব্যথা নিয়ে ওই গর্ভবতী নারী রাত সাড়ে ৯টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে দায়িত্বরত নার্স মোছা: রহিমা আক্তার ও কুলসুম আক্তার (রুমি) যথাযথ চিকিৎসা ও পর্যবেক্ষণ না করায় জটিলতা দেখা দেয়। এক পর্যায়ে প্রসব প্রক্রিয়া শুরু হলে পর্যাপ্ত চিকিৎসা সহায়তা না থাকায় নবজাতক শিশুটি মারা যায়।
প্রসুতির পরিবারের লোকজন জানায়,একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও নার্সরা সঠিক সময়ে প্রয়োজনীয় যথাযথ পরিচর্যা না করে অবহেলা করে । তারা বিষয়টিকে তুচ্ছ ও সাধারণ ঘটনা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর অভিযোগ, কর্তব্যরত অধিকাংশ নার্স (সেবিকা) ডিউটি থাকাকালীন সময়ে মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকেন। কোন বিষয়ে জানতে চাইলে বা রোগীদের সেবা পেতে চাইলে বিরক্ত হন এবং অনেক সময় রোগী ও রোগীর লোকজনের সাথে দুর্ব্যবহার করে থাকেন। এ ব্যাপারে একাধিক অভিযোগ করেও হাসপাতাল কর্তৃপক্ষ দোষীদের বিরুদ্ধে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই।সর্বোপরি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে ডিমলা বাসির মধ্যে চরম অসন্তু ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে গত ১৮ আগস্ট এ হাসপাতাল চত্বরে হাসপাতালের ব্যাপক অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। সেখানে দাবী করা হয় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্রুত সুচিকিৎসার পরিবেশ ফিরিয়ে আনার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানানে হয়।
এ বিষয়ে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডঃ মোহাম্মদ আলী নোমান বলেন, ঘটনার বিষয়ে আমি শুনেছি তবে ঘটনাটি বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান,পুরো ঘটনাটি উপজেলা স্বাস্থ্য ও প,প,কর্মকর্তা স্যারকে অবহিত করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান জানান, বিষয়টি আমি আর এম ও ডাক্তার মোহাম্মদ আলী নোমানের মাধ্যমে অবগত হয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। কারো অবহেলা থাকলে তার বিরুদ্ধে বিধিগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে । স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিশ্চিতে নীলফামারী সিভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেছেন।





















