এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :
মানসম্মত ও রুচিশীল খাবারের প্রতিশ্রুতি নিয়ে লালমনিরহাটে নতুন আঙ্গিকে নিউ আরামবাগ হোটেল এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বাদ আছর শহরের বিডিআরগেট,উত্তরা রোডে অবস্থিত প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে স্থানীয় ব্যবসায়ী,গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পথচারীরাও অংশ নেন।
নিউ আরামবাগ হোটেলের সত্তাধীকারি মোঃ মফিজুল ইসলাম বলেন,ভোক্তাদের মাঝে ভেজালমুক্ত,স্বাস্থ্যসম্মত ও হালাল খাবার পরিবেশনের অঙ্গীকার নিয়ে কয়েক বছর আগে আমি হোটেল ব্যবসা শুরু করি। ইতিমধ্যে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে নিউ আরামবাগ হোটেল। সকলের সহযোগিতা ও দোয়া ছাড়া যা কখনো সম্ভব ছিলোনা।
আগামীতেও নিউ আরামবাগ হোটেল রুচিশীল ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে এ সুনাম ধরে রাখতে বদ্ধপরিকর বলে ও জানান তিনি।