এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আব্দুল হক বলেছেন, “দেশ ও জাতির কল্যাণে আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক নৈতিকতা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন।”
শুক্রবার (২৯ আগস্ট) সকালে বগুড়া ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী-সুধী সমাবেশ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে হলে ইসলামি মূল্যবোধকে ধারণ করে গণমানুষের পাশে দাঁড়াতে হবে। ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় একমাত্র ইসলামই পারে কার্যকর ভূমিকা রাখতে।”
সমাবেশে সভাপতিত্ব করেন নিমগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহসীন আলী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব দবিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক মোঃ আতাউর রহমান এবং ধুনট উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আমিনুল ইসলাম।
সমাবেশটি পরিচালনা করেন নিমগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি হযরত আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী মাস্টার, ধুনট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফিরোজ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী।
সমাবেশে আনুষ্ঠানিকভাবে আগামী নিমগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রভাষক মোঃ আতাউর রহমানের নাম ঘোষণা করা হয়।
আলোচ্য বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ: দেশ ও জাতির কল্যাণে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান।
ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠার গুরুত্ব।
ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জনগণের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা।
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জনসেবার অঙ্গীকার।
ভবিষ্যৎ পরিকল্পনা: ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ।
নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ বৃদ্ধি।
ইসলামি আদর্শে সমাজ গঠন ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন।
জনসেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন ও শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিতকরণ।