
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোহাম্মদ আতাউর রহমানের নিজস্ব তহবিল থেকে স্থানীয় তরুণ খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় এই ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আতাউর রহমানের পক্ষে ফুটবল বিতরণ করেন জামায়াতে ইসলামী নিমগাছী ইউনিয়ন শাখার নায়েবে আমীর মাওলানা রবিউল হাসান রমজান।
ফুটবল বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে মাওলানা রবিউল হাসান খেলোয়াড়দের মাঝে ফুটবল হস্তান্তর করেন এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পরামর্শ দেন।
তিনি বলেন, “খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
অনুষ্ঠানে উপস্থিত সকল খেলোয়াড়দের ধন্যবাদ ও শুভেচ্ছা জানানো হয়।