
মিলন হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ ৭১ টিভিতে প্রকাশিত নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বোর্ডিং মার্কেটের দ্বিতীয় তলা ভবনে দোকান বরাদ্দ নিয়ে অনিয়মের যে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন বোর্ডিং মার্কেটের সকল ব্যবসায়ীবৃন্দ।
৩০ আগস্ট শনিবার বিকাল ৩ টায় বোর্ডিং মার্কেটের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলনে বিভিন্ন দোকানদার তারা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।
বরাদ্দকৃত দোকান মালিক আব্দুল গনি তার বক্তব্যে বলেন, নিয়ম অনুযায়ী আমি দোকান ঘর বরাদ্দ নিয়েছি। এখানে কোন অনিয়ম করা হয়নি।
আরেক দোকান মালিক সারোয়ার জাহান চৌধুরী ওরফে চপল চৌধুরী বলেন, সরকারী বিধি মোতাবেক বিজ্ঞপ্তির মাধ্যমে দোকান ঘর বরাদ্দ নিয়েছি। এখানে রাজনৈতিক কোন প্রভাব ঘটানো হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম যে অভিযোগ দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট। উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ডাঃ ছালেক চৌধুরীর বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির সভাপতি তথা বিএনপির দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার মিথ্যে বক্তব্য দিয়েছেন।