খাজা রাশেদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট) বিকেলে শহরের কালেক্টরেট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মিশন মোড় চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে।
ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ-সভাপতি নাঈমুল ইসলামের সভাপতিত্বতে সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদের নেতা ফাইজুল ইসলাম,জেলা যুব অধিকার পরিষদের সম্পাদক হামিদুল ইসলাম, মোঃ রবিউল ইসলাম রবিন প্রমূখ।
এ সময় বক্তারা নুরুল হক নুরের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এবং পুলিশের কিছু সদস্য যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে চান তারা নূরের ওপর হামলা করেছেন । এ হামলার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার ও দাবি জানান বক্তারা। এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বন্ধু ও সরকারের দোসর হিসেবে পরিচিত জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের কে গ্রেফতারের পাশাপাশি সাথে জাপার রাজনীতি নিষিদ্ধের দাবী জানান তারা।
গন অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত উক্ত মিছিল ও সমাবেশ কে কেন্দ্র করে সতর্ক অবস্থায় ছিল লালমনিরহাটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।