
মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি:
ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ — এই শ্লোগানকে সামনে রেখে সাভারের হেমায়েতপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিএনপির আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, তেতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এডভোকেট মেহেদী হাসান, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, যুবদল নেতা রকিব হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উদ্বোধনী খেলায় অংশ নেয় জয়নাবাড়ী রয়েলস ক্লাব ও মোল্লাবাড়ী ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে ১-০ গোলে জয় পায় জয়নাবাড়ী রয়েলস ক্লাব।
ব্যারিস্টার ইরফান ইবনে আমান অনি বলেন, “যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতেই এই আয়োজন। একই সঙ্গে দর্শকদের জন্যও এটি হবে একটি আনন্দঘন আয়োজন। আগামীতে ঢাকা-২ আসনের প্রতিটি ওয়ার্ডে খেলোয়াড়দের খেলাধুলার সুযোগ তৈরি করা হবে।





















