, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটের তিস্তায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ


‎খাজা রাশেদ,লালমনিরহাট :

 

লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে নেমে মেহেদি হাসান মুহিদ (২৭) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলার কালীগঞ্জ
‎উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিখোঁজ মেহেদি হাসান মুহিদ মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনামের ছেলে বলে জানা গেছে। সম্প্রতি তিনি চীন থেকে অনার্স শেষ করে দেশে ফেরেন।

‎স্থানীয়রা জানায়, দুপুরে বন্ধুদের সাথে তিস্তা নদীতে গোসল করতে নামেন মুহিদ। গোসল শেষে অপর তিন বন্ধু নিরাপদে উঠলেও মুহিদ স্রোতের টানে তলিয়ে যান। স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের  সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে,দীর্ঘক্ষণ তৎপরতার পরও মুহিদকে উদ্ধার করা যায়নি। পরে,রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস কন্ট্রোলের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার আতাউর রহমান জানান, রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে একসাথে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে, বিকেল ৫ টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

জনপ্রিয়

লালমনিরহাটের তিস্তায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

প্রকাশের সময় : ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫


‎খাজা রাশেদ,লালমনিরহাট :

 

লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে নেমে মেহেদি হাসান মুহিদ (২৭) নামে এক কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলার কালীগঞ্জ
‎উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আউলিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিখোঁজ মেহেদি হাসান মুহিদ মেডিকেল মোড় এলাকার এনামুল হক এনামের ছেলে বলে জানা গেছে। সম্প্রতি তিনি চীন থেকে অনার্স শেষ করে দেশে ফেরেন।

‎স্থানীয়রা জানায়, দুপুরে বন্ধুদের সাথে তিস্তা নদীতে গোসল করতে নামেন মুহিদ। গোসল শেষে অপর তিন বন্ধু নিরাপদে উঠলেও মুহিদ স্রোতের টানে তলিয়ে যান। স্থানীয়রা এগিয়ে এসে প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিটের  সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। তবে,দীর্ঘক্ষণ তৎপরতার পরও মুহিদকে উদ্ধার করা যায়নি। পরে,রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে তলব করা হয়।

এ বিষয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস কন্ট্রোলের দায়িত্বে থাকা ফায়ার ফাইটার আতাউর রহমান জানান, রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে একসাথে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে, বিকেল ৫ টা পর্যন্ত তার সন্ধান মেলেনি।