চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর চারঘাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট মূলে রবিউল ইসলামকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ সেপ্টেম্বর) রাত দেড়টায় বাড়ির নিকট ওৎ পেতে থাকলে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এমন সংবাদ পেয়ে বুধবার রাতে চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমানের নিদের্শনায় উপ-পরিদর্শক এসআই আব্দুর রাজ্জাক, এসআই বজলুর রহমান,এএসআই আব্দুল মালেকসহ সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি টহলদল মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট আসামী রবিউলকে গ্রেফতার করা হয়। আটককৃত হলো উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামের শুকুর আলীর ছেলে রবিউল ইসলাম (৩৯)।
এবিষয়ে চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে মাদক মামলার আসামী পলাতক ছিল। আটককৃত আসামীকে বুধবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।