
জয়পুরহাটের কালাইয়ে ডায়াবেটিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর)সকাল ১০ টায় কালাই উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভা সভাপতিত্বে করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান।মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কালাই ডায়বেটিক সমতির সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মাওলা,সদস্য শাজাহান আলী,রায়হান উদ্দিন, আলহাজ্ব আব্দুল মান্নান,এবং কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান।
উক্ত ডায়াবেটিক মতবিনিময় সভায় বক্তৃতারা বক্তব্য দিতে গিয়ে বলেন,ডায়াবেটিক সম্পর্কে সাধারণ মানুষদের সচেতনতা বাড়াতে হবে এবং আক্রান্ত রোগীদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।মতবিনিময় সভার মুল উদ্দেশ্য ছিল ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনা।
সমাপনী বক্তব্যে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন, ডায়াবেটিস আমাদের সমতির উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা থাকবে,মানুষকে সচেতন করতে সব রকম সাহায্য সহযোগিতা করবো,এ কথা ব্যক্ত করে তিনি মতবিনিময় সভা সমাপ্তি করেন। এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।