এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলা থেকে ছিনতাই হওয়া একটি ইজিবাইকসহ শফিউল ইসলাম শাফি (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে শফিউলের শ্বশুর মোশাররফ হোসেনের বাড়ি থেকে ইজিবাইকটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শফিউল ইসলাম দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিশপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ২৭ আগস্ট সকালে স্থানীয় ইজিবাইকচালক আপেল উদ্দিন মণ্ডল যাত্রী নিয়ে বের হন। এক পর্যায়ে স্বামী-স্ত্রী পরিচয়ে এক দম্পতি তার ইজিবাইক রিজার্ভ করে স্বপ্নপুরী পার্কে ঘুরতে যায়।
ফেরার পথে চালকের সঙ্গে সখ্যতা গড়ে তোলে তারা। পরে চেতনানাশক মিশ্রিত সিগারেট খাইয়ে চালককে অজ্ঞান করে ফুটানি বাজার ঈদগাহ মাঠসংলগ্ন কাঁচা রাস্তায় ফেলে রেখে ইজিবাইক ও একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনতাই করে পালিয়ে যায়।
এ ঘটনায় ইজিবাইক মালিক বাদী হয়ে তিনজনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্তে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে ধুনট উপজেলার শ্বশুরবাড়ি থেকে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। ওসি নাজমুল হক আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।