
মোঃ আতাউর রহমান দিনাজপুর জেলা প্রতিনিধি:
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খানসামা জিয়া সেতু পূর্ব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো জিয়া সেতুর পূর্ব চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক আলহাজ্ব মোসলেম উদ্দিন সরকার
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৪ আসন খানসামা ও চিরিরবন্দর এমপি,আখতারুজ্জামান মিয়া
বিশেষ অতিথি ছিলেন আখতারুজ্জামান জুয়েল,সহ সভাপতি দিনাজপুর জেলা বিএনপি,,জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল,মেহেরাজুল আলম সুফী,উপজেলা যুবদলের আহবায়ক ওবাইদুর রহমান, যুবদলের সদস্য সচিব ওবাইদুর রহমান মুন্সী, সেচ্ছাসেবক দলের আহবায়ক লোকমান হোসেন,জাসাস দলের আহবায়ক এম,এইচ,ফয়সাল আহমেদ, ছাত্র দলের সদস্য সচিব রুবেল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহবায়ক বাবু কেশব কর, গোয়ালডিহি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নিয়ামতুল্লা শাহ্, ৩নং ইউনিয়ন বিএনপির সভাপতি, মোফাজ্জল হোসেন মোফা, সহ
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তব্যের শুরুতেই সাবেক এমপি,আখতারুজ্জামান মিয়া দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষেও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য,,বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপি আরও শক্তিশালী হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে,তিনি আরো বলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রেখেছিলো।
একই ভাবে মিথ্যা মামলায় দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও প্রবাসে জীবন কাটাচ্ছেন।
তাছাড়া ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার এদেশের গনতন্ত্র কামী হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের নির্যাতন করছে।
আগামী নির্বাচনে ফ্যাসিস্টদের সুযোগ যেন দলে না দেওয়া হয় বলে আহ্বান জানান তিনি।





















