
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বন্যা বেগম (৩১) কে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি বগুড়া শহরের নামায গড় মক্কা মসজিদের সামনে একটি ভাড়া বাসায় অবস্থান করছেন।
উক্ত সংবাদের ভিত্তিতে গত বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে র্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। বন্যা বেগম, স্বামী মিরাজ মিয়া, পিতা সাজু কসাই, সাং–মালগ্রাম, বগুড়া দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।