রমজান আলী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি: আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সৌদি আরবের রাজধানী রিয়াদের ধিবার স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ-২০২৫। ১৬ ওভারের এ টুর্নামেন্টে বাংলাদেশ থেকে নোয়াখালী ওয়ারিয়র্সসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।
এ উপলক্ষে শুক্রবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের গ্র্যান্ড হোটেল এন্ড পার্টি সেন্টারে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে নোয়াখালী ওয়ারিয়র্স-এর আত্মপ্রকাশ ও খেলোয়াড়দের জার্সি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে নোয়াখালী ওয়ারিয়র্স-এর চেয়ারম্যান ক্যাপ্টেন শেখ মাসুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম মেন্টর সাইফুল ইসলাম বাপ্পী।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মঈন ফারুকী, টিম ম্যানেজার আরমান হোসেন, সহকারী ম্যানেজার কাজী শামসুদ্দিন, সাইফুল ইসলাম সৌরভ, ফারদিন হাসান রুবাব প্রমুখ।