
আশিকুর রহমান , কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা জেলার কলমাকান্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, আলোচনা সভা, র্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের হলরুমে আহলে সুন্নাত ওয়াল জামাত কলমাকান্দা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপজেলা শাখার মাওলানা আনোয়ার হোসাইন আন- নাজিরি।
সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মো. আনোয়ারুল ইসলাম পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও প্রধান আলোচক ছিলেন ইসলাহুল মোমিনীন দরবার শরীফ মাদ্রাসার পরিচালক মুফতি ওয়াসমান হারুনী এবং বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া। স্বাগত বক্তব্য দেন সৈয়দ শামীম কাদরী।
এছাড়াও বক্তব্য দেন মাওলানা মাহফুজ হাসান মাহী, মাওলানা আফজাল হোসেন, মাওলানা আলতাব হোসেন, সৈয়দ আব্দুল মান্নান চিশতী, মাওলানা জামাল উদ্দিন, হাফেজ মাহবুব আলম ও মুফতি আব্দুর রহমান ও এম. এ হাসেম খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে এসেছিলেন। তাঁর জীবনাদর্শ অনুসরণই পারে দুনিয়া ও আখিরাতে মুক্তি এনে দিতে। তাই মুসলমানদের জীবনাচরণে রাসূল (সা.) এর সুন্নাহ ও আদর্শ বাস্তবায়ন করতে হবে।
আলোচনা সভা শেষে মহানবী (সা.) এর জীবনীভিত্তিক দোয়া, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।