
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলার ধুনট উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে আয়েশা আক্তার নাফি (৭) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আয়েশা আক্তার নাফি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বড়ইতলি গ্রামের কামাল পাশার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি মহিশুরা গ্রামে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে সে অন্যান্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় সে পানির নিচে ডুবে যায়।
ঘটনার সময় সঙ্গে থাকা শিশুরা দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে স্বজনরা এসে নাফিকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। তবে ততক্ষণে সে প্রাণ হারায়।
ধুনট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হারুন রশিদ সরদার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
শিশুটির করুণ মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।