
খাজা রাশেদ,লালমনিরহাট :
“কালেমাগো মুসলমান, একহও একহও”স্লোগানকে সামনে রেখে,১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উদযাপন উপলক্ষে লালমনিরহাটে এক বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ রবিউল আউয়াল) সকালে লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ ও মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে,
একটি বিশাল র্যালি লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে বক্তব্য রাখেন লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আতিকুর রহমান,সেক্রেটারি এডিএম সগীর প্রমুখ।
কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর শাহ্সহ অন্যান্য সদস্যবৃন্দ,মুছলিহীন জেলা শাখার নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।