
এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় চারদিনব্যাপী আয়োজিত কর্মসূচির শেষ দিনে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের এসপি ব্রিজ সংলগ্ন এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বগুড়া জেলা মৎস্যজীবী দলের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুনসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন রুহুল কবির রিজভী।