
কথায় আছে অন্যর চেয়ে ক্ষতি বেশি করে আপন মানুষেরা। এই কথাটাই যেনো বাস্তবে মিলে গেলো আমিনুরের জীবনে।
বগুড়া জেলার, শেরপুর উপজেলা খানপুর ইউনিয়নে চক খাগা গ্রামের আবিদ আলীর ছেলে মোঃ আমিনুর ইসলাম দীর্ঘ দিন ধরে মুদির দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আরছিলো। কে বা জানতো এই দোকানি কাল হয়ে দাড়াবে তার জীবনে। বেশ কিছু দিন ধরে এলাকায় চুরির মাএা বেড়ে যাওয়াই (৬সেপ্টেম্বর রোজঃ শনিবার) দোকানে বেচা-কেনা শেষ করে নিজের দোকানে চুরি ঠেকাতে দোকানের ভিতরেই ঘুমানোর সিধান্ত নেয় আমিনুর ইসলাম।
ওই দিন আনুমানিক রাত ১টার দিকে দোকানের গ্যাস ফ্যান কেটে চুরির উদ্দেশ্যে ভিতরে ডুকে তার আপন ভাগ্গিনা কাওছার। এই সময় শব্দে আমিনুরের ঘুম ভেঙ্গে গেলে কওছারকে ঝাপটে ধরে নিজেকে বাচাতে আপন মামা আমিনুরকে ছুরি দিয়ে আঘাত করে ভাগ্গিনা কাওছার। পড়ে আমিনুরের চিতকার শুনে সবাই এগিয়ে এসে কাওছারকে হাতে নাতে আটক করে এবং পরিবারের লোক ও স্থানীয়রা আমিনুর কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসার জন্য নিয়ে যায়।
স্থানীয়রা জানান এই কাওছার প্রায় ১ মাস আগে একি দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮হাজার টাকার মোবাইল মিনিট কার্ড সহ সিগারেট চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনা স্থানে এসে কাওছার(১৬)কে আটক করে নিয়ে যায়।
এই ব্যাপারে খানপুর ইউনিয়নের বিট অফিসার এস আই আমিরুল ইসলাম জানান ঘটনাটি শুনে ঘটনাস্থানে গিয়ে কাওছারকে আটক করা হয়েছে এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে প্রয়োজনিও ব্যাবস্থা নেওয়া হবে।