, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‎লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মতবিনিময় জয়পুরহাটে সাবেক এমপি গোলাম মোস্তফার বিশাল জনসভা অনুষ্ঠিত স্বামীর নির্যাতনে স্ত্রী শাহানাজ এর মৃত্যু বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালক  পিস্তলসহ আটক নিজেকে বাচাতে আপন মামাকে খুন করার চেষ্টা করলো ভাগিনা মানিকগঞ্জে মাদ্রাসায় সাত বছরের শিশুর ওপর নির্যাতন, অভিযোগ মায়ের সেরা সংগঠন সম্নাননা পেলেন (BSSKP) প্রতিশোধ নিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা, ব্যাহত হচ্ছে পাঠদান কালিয়াকৈর সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ হামিদুনেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনুপস্থিত শিক্ষিকাকে দিয়ে সাক্ষর করানোর অভিযোগ

নিজেকে বাচাতে আপন মামাকে খুন করার চেষ্টা করলো ভাগিনা

 

কথায় আছে অন্যর চেয়ে ক্ষতি বেশি করে আপন মানুষেরা। এই কথাটাই যেনো বাস্তবে মিলে গেলো আমিনুরের জীবনে।

 

বগুড়া জেলার, শেরপুর উপজেলা খানপুর ইউনিয়নে চক খাগা গ্রামের আবিদ আলীর ছেলে মোঃ আমিনুর ইসলাম দীর্ঘ দিন ধরে মুদির দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আরছিলো। কে বা জানতো এই দোকানি কাল হয়ে দাড়াবে তার জীবনে। বেশ কিছু দিন ধরে এলাকায় চুরির মাএা বেড়ে যাওয়াই (৬সেপ্টেম্বর রোজঃ শনিবার) দোকানে বেচা-কেনা শেষ করে নিজের দোকানে চুরি ঠেকাতে দোকানের ভিতরেই ঘুমানোর সিধান্ত নেয় আমিনুর ইসলাম।

 

ওই দিন আনুমানিক রাত ১টার দিকে দোকানের গ্যাস ফ্যান কেটে চুরির উদ্দেশ্যে ভিতরে ডুকে তার আপন ভাগ্গিনা কাওছার। এই সময় শব্দে আমিনুরের ঘুম ভেঙ্গে গেলে কওছারকে ঝাপটে ধরে নিজেকে বাচাতে আপন মামা আমিনুরকে ছুরি দিয়ে আঘাত করে ভাগ্গিনা কাওছার। পড়ে আমিনুরের চিতকার শুনে সবাই এগিয়ে এসে কাওছারকে হাতে নাতে আটক করে এবং পরিবারের লোক ও স্থানীয়রা আমিনুর কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসার জন্য নিয়ে যায়।

 

স্থানীয়রা জানান এই কাওছার প্রায় ১ মাস আগে একি দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮হাজার টাকার মোবাইল মিনিট কার্ড সহ সিগারেট চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনা স্থানে এসে কাওছার(১৬)কে আটক করে নিয়ে যায়।

 

এই ব্যাপারে খানপুর ইউনিয়নের বিট অফিসার এস আই আমিরুল ইসলাম জানান ঘটনাটি শুনে ঘটনাস্থানে গিয়ে কাওছারকে আটক করা হয়েছে এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে প্রয়োজনিও ব্যাবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

‎লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মতবিনিময়

নিজেকে বাচাতে আপন মামাকে খুন করার চেষ্টা করলো ভাগিনা

প্রকাশের সময় : ১৫ ঘন্টা আগে

 

কথায় আছে অন্যর চেয়ে ক্ষতি বেশি করে আপন মানুষেরা। এই কথাটাই যেনো বাস্তবে মিলে গেলো আমিনুরের জীবনে।

 

বগুড়া জেলার, শেরপুর উপজেলা খানপুর ইউনিয়নে চক খাগা গ্রামের আবিদ আলীর ছেলে মোঃ আমিনুর ইসলাম দীর্ঘ দিন ধরে মুদির দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আরছিলো। কে বা জানতো এই দোকানি কাল হয়ে দাড়াবে তার জীবনে। বেশ কিছু দিন ধরে এলাকায় চুরির মাএা বেড়ে যাওয়াই (৬সেপ্টেম্বর রোজঃ শনিবার) দোকানে বেচা-কেনা শেষ করে নিজের দোকানে চুরি ঠেকাতে দোকানের ভিতরেই ঘুমানোর সিধান্ত নেয় আমিনুর ইসলাম।

 

ওই দিন আনুমানিক রাত ১টার দিকে দোকানের গ্যাস ফ্যান কেটে চুরির উদ্দেশ্যে ভিতরে ডুকে তার আপন ভাগ্গিনা কাওছার। এই সময় শব্দে আমিনুরের ঘুম ভেঙ্গে গেলে কওছারকে ঝাপটে ধরে নিজেকে বাচাতে আপন মামা আমিনুরকে ছুরি দিয়ে আঘাত করে ভাগ্গিনা কাওছার। পড়ে আমিনুরের চিতকার শুনে সবাই এগিয়ে এসে কাওছারকে হাতে নাতে আটক করে এবং পরিবারের লোক ও স্থানীয়রা আমিনুর কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসার জন্য নিয়ে যায়।

 

স্থানীয়রা জানান এই কাওছার প্রায় ১ মাস আগে একি দোকান থেকে ৫০ হাজার টাকা, ১৮হাজার টাকার মোবাইল মিনিট কার্ড সহ সিগারেট চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনা স্থানে এসে কাওছার(১৬)কে আটক করে নিয়ে যায়।

 

এই ব্যাপারে খানপুর ইউনিয়নের বিট অফিসার এস আই আমিরুল ইসলাম জানান ঘটনাটি শুনে ঘটনাস্থানে গিয়ে কাওছারকে আটক করা হয়েছে এবং প্রচলিত আইনে তার বিরুদ্ধে প্রয়োজনিও ব্যাবস্থা নেওয়া হবে।