
খাজা রাশেদ লালমনিরহাট :
লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে, বিদ্যালয় প্রাঙ্গণে এ গাছের চারা বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন,আমাদের বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে হবে। গাছ শুধু পরিবেশই রক্ষাই করে না, এটি আমাদের অর্থনীতি সহ জীববৈচিত্র্যের জন্যও অপরিহার্য। একটি গাছ একটি জীবনের সমান মূল্যবান। একারণে,আমাদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
এ সময়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক,ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব চেতনা গড়ে তোলা এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।