
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :. কুষ্টিয়ার কুমারখালীতে কৃষকদের সার না দেওয়ার অভিযোগে নেক্সাস এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সেই সাথে গুদামজাতকৃত সার কৃষকদের মাঝে বিক্রি সরকারি দামে বিক্রি করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার যদুবয়রার জয়বাংলা এলাকায় হাজী গাফফারের সারের দোকানে এ অভিযান পরিচালিত হয়েছে।
এ অভিযানের নেতৃত্ব প্রদান করেন কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।
উক্ত গুদামে অভিযান চালিয়ে উপস্থিত কৃষকদের মধ্যে সরকারি দামে সার বিক্রি করে দেওয়া হয়। কৃষি বিপণন আইন ২০১৮ এ দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা সুজাত হোসেন খান, মাঠ কর্মকর্তা (আউটসোর্সিং) মো: রাসেল আলী, পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।
এ বিষয়ে কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯(১)ঘ ধারা মোতাবেক অভিযুক্ত দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১২ ধারা মোতাবেক সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে গুদামজাতকৃত সার বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার জানান, সারের দোকানে অভিযান চালিয়ে কৃষকদের সার না দেওয়ার অভিযোগের সত্যতা পেয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং উক্ত দোকানে গুদামজাতকৃত সার কৃষকদের মাঝে সরকারি দামে বিক্রি করে দেওয়া হয়েছে।





















