
সাধীন আলম হোসেন নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ট্রাইবেকারে ৪-২ গোল ব্যবধানে লালপুর উপজেলা দলকে পরাজিত করে জয়ী হয়েছে বড়াইগ্রাম উপজেলা দল।
নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্ট’র প্রথম পর্বের খেলায় রবিবার (৭ সেপ্টেম্বর ) বিকেলে লালপুর উপজেলা স্টেডিয়ামে নক আউট পর্বের খেলায় অংশগ্রহণ করে বড়াইগ্রাম ও লালপুর উপজেলা ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে বড়াইগ্রাম এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে একটি গোল করে সমতা ফেরায় লালপুর দল। নির্ধারিত সময়ে ফলাফল ছাড়া শেষ হলে খেলা ট্রাইবেকারে গড়ায়। পরে ৪-২ গোলের ব্যবধানে বড়াইগ্রাম উপজেলা ফুটবল দল জয়ী হয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়।
এসময় গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আরিফ হোসেন, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, সরকারি কমিশনার (ভূমি) মোঃ আবির হোসেন, দুই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ , বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার দর্শক।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জেলা প্রশাসক আসমা শাহীনকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলা যুব সমাজ কে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে, এই খেলার মাধ্যমে আমরা যুবসমাজকে ক্রীড়াঙ্গনে ফেরাতে চাই। তিনি বড়াইগ্রাম টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, বড়াইগ্রাম টিম অত্যন্ত চমৎকার খেলেছে। এসময় চূড়ান্ত পর্বে বড়াইগ্রাম টিম চ্যাম্পিয়ন হওয়ার আশা ব্যক্ত করেন তিনি।