এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর ওরফে রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: আনারুল ইসলাম (২২), পিতা আঃ রাজ্জাক, সাং দক্ষিন বাসুদেবপুর, থানা হাকিমপুর, জেলা দিনাজপুর। খালেদা বেগম (২৪), স্বামী সজীব হোসেন, পিতা আঃ রাজ্জাক, একই ঠিকানার বাসিন্দা; বর্তমানে বগুড়া শহরের বাদুরতলা, সেউজগাড়ি (স্টেশনের পেছনে) এলাকায় বসবাস করছেন।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।