এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলার ছাত্ররাজনীতির প্রগতিশীল ধারায় একটি অগ্রগামী নাম-জিন্নাহুর রহমান রাকিব। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) একজন নিবেদিতপ্রাণ নেতা, যিনি দলের অভিভাবক জনাব তারেক রহমানের মিশন ও ভিশন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছেন।
নেতৃত্বগুণে গুণান্বিত, আদর্শে অনড় রাকিব ভাই শুধু একজন ছাত্রনেতাই নন-তিনি আমাদের প্রজন্মের জন্য এক আদর্শ ও অনুপ্রেরণার প্রতীক। তাঁর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী আদর্শের গভীর অনুধাবন, সাহসী নেতৃত্বের প্রতিভা, সংগঠনের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং একটি উন্নত ভবিষ্যতের জন্য সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি।
সংগঠনের ফ্রন্টলাইনে থেকে নেতৃত্ব ধুনট উপজেলার ছাত্রদলের প্রথম সারির সংগঠক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। দেশের চলমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সংগঠনের আন্দোলনে তাঁর সাহসিক উপস্থিতি এবং নেতৃত্ব বরাবরই প্রশংসিত হয়েছে।
শিক্ষা, সামাজিক সচেতনতা ও আন্তর্জাতিক সম্পৃক্ততা রাজনীতির পাশাপাশি রাকিব ভাই শিক্ষাঙ্গনে ছাত্রদের মাঝে চেতনা ও অনুপ্রেরণা ছড়িয়ে দিচ্ছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তব্য দিয়ে ছাত্রসমাজকে সচেতন ও উৎসাহিত করার পাশাপাশি তিনি আন্তর্জাতিক ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।
মেধাবী, সৎ ও দূরদর্শী এক নেতা তাঁর মেধা, সততা ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি তাঁকে একজন পরিপূর্ণ ছাত্রনেতায় পরিণত করেছে। আমরা বিশ্বাস করি, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব গুণ ধুনট ছাত্রদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করবে।
তৃণমূলের দাবি-রাকিব ভাই সভাপতি হোন আজ ধুনট ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের প্রাণের দাবী, জিন্নাহুর রহমান রাকিব ভাই-কে ধুনট উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দেখতে চাই। কারণ এই সময়ের রাজনীতিতে আমাদের প্রয়োজন এমনই একজন তরুণ, উদ্যমী, মেধাবী ও আদর্শবান নেতা, যিনি দলকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
রাজনীতি মানেই সেবা, আর রাকিব ভাই সেই সেবার মূর্ত প্রতিচ্ছবি।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি-রাকিব ভাইয়ের নেতৃত্বেই ধুনট ছাত্রদল নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে। আমরা সকলের কাছে দোয়া চাই, আমাদের এই পথচলা যেন সফল ও সার্থক হয়।