খাজা রাশেদ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজুর রহমান (৭২) সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৩ টায় রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন......
তিনি লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়ীত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও লালমনিরহাট জেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
মৃত্যুকালে তিনি স্ত্রী,১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে বীরত্বের সাথে বিভিন্ন রনাঙ্গনে সক্রিয় যুদ্ধে অংশগ্রহণ করেন।
গত ২৭ এপ্রিল তিনি লালমনিরহাটের নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক জনিত কারনে অসুস্থ হলে প্রথমে তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করানো হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে রংপুর নিয়ে আসা হয় ।
পরবর্তীতে তিনি আবারো অসুস্থ হলে রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসার জন্য নেয়া হয়।
এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যুবরণ করেন।
সোমবার (৮ আগষ্ট) বাদ যোহর তার গ্রামের বাড়ি সদর উপজেলার ফুলগাছে এবং ২য় জানাযার নামাজ বাদ আসর লালমনিরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
এবং পরবর্তীতে লালমনিরহাট কেন্দ্রীয় কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এ সময়ে লালমনিরহাট জেলা বিএনপি'র নেতাকর্মীরা এবং স্থানীয় ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।