
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রির্পোটার :
গাজীপুরের কালীগঞ্জে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ মোছাঃ দিলরুবা (৪২) ও মোসা. শবনাম বেগমকে (৪৮) নামে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার এস আই (নিঃ) মো. রাসেল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার তুমলিয়া ইউনিয়নাধীন পুন্যারটেক গ্রামে অভিযান পরিচালনা করেন।
এসময় পার্শ্ববর্তী অলুয়া গ্রামের বেলায়েত হোসেন বেনুর স্ত্রী মোসা. দিলরুবা ও গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া মাঝিরখোলা গ্রামের মৃত কালিম লস্করের স্ত্রী মোসা. শবনম বেগমকে ১৫ পিস ইয়াবা ট্যাবেলটসহ আটক ও মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার রাতে দু’জনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬(৯)২৫ নং মামলা দায়ের করা হয়। মঙ্গলবার দুপুরে আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬(৯)২৫ নং মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান অব্যহত থাকবে।