মোঃ আতাউর রহমান দিনাজপুর খানসামা প্রতিনিধিঃ
আজ ১০ সেপ্টেম্বর খানসমা উপজেলার ৩ নং আগারপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আদিবাসী পাড়া এলাকা ভ্রাম্যমাণ আদালত এক মাদক ব্যবসায়ীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছে।
দণ্ডপ্রাপ্ত হাবিল (৫০) খানসামা উপজেলার ৩ নং আগারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত অফির উদ্দিন কসাইয়ের ছেলে।
খানসামা থানার এ এস আই বরুন চন্দ্র সিংহ জানান, বুধবার সন্ধ্যায় আদিবাসী পাড়ায় অভিযান চালিয়ে একশ’ গ্রাম গাঁজাসহ রকিব বখতিয়ারকে গ্রেপ্তার করা হয়।
পরে রাতে তাকে খানসামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান সরকারের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা জরিমান সাজা দেন এবং জব্দকৃত মাদকদ্রব্য গুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজমুল হক জানান, ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্ত আসামি হাবিল ইসলামকে বৃহস্পতিবার সকালে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হবে।