মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি :
ঢাকার সাভারে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় পৌর ছায়াবিথী অগ্রনী হাউজিং সোসাইটি বালুর মাঠে “সাভার ছায়াবিথী ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় ক্রিকেটপ্রেমীরা অংশগ্রহণ করেন এবং তাদের দক্ষতা উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোশারফ হোসেন মোল্লা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এবং মোঃ মনিবুর রহমান চম্পক, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ খোরশেদ আলম বলেন, "খেলাধুলা যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি সকলকে আহ্বান জানাচ্ছি, ‘মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ’ বলার জন্য। আমি চাই সাভার পৌরসভা হোক একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও পরিচ্ছন্ন এলাকা। এ লক্ষ্যে সবার সহযোগিতা অপরিহার্য। এছাড়াও আমি চাই প্রতিটি খেলাধুলার পৃষ্ঠপোষক ও রেসপনসার হতে।"
ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে নগদ ৩০ হাজার টাকা পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাভারের এই ক্রিকেট টুর্নামেন্ট যুব সমাজের মধ্যে খেলাধুলার আগ্রহ বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতির এক চমৎকার উদাহরণ হয়ে উঠেছে।