, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা

কমিউনিটি ক্লিনিক সেবাদান কার্যক্রম জোরদারকরণে মানিকগঞ্জে সেমিনার

  • প্রকাশের সময় : ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৬ পড়া হয়েছে

মো: আরিফুর রহমান অরি মানিকগঞ্জ প্রতিনিধি:

তৃণমূল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে মানিকগঞ্জে আয়োজিত এক সেমিনারে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তারুজ্জামান। সেমিনারের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব ড. মোনোয়ার হোসেন মোল্লা।

সেমিনারে সিএইচসিপি, সাংবাদিক, নাগরিক সমাজ, এনজিও প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা এবং জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উল্লেখ করা হয়, এক সিএইচসিপি এককভাবে ১০০টি নর্মাল ডেলিভারির রেকর্ড গড়ে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। এজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

বক্তারা আরও বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাচ্ছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন এবং সিএইচসিপিদের সেবার মানোন্নয়নে উৎসাহিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

জনপ্রিয়

অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা!

কমিউনিটি ক্লিনিক সেবাদান কার্যক্রম জোরদারকরণে মানিকগঞ্জে সেমিনার

প্রকাশের সময় : ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মো: আরিফুর রহমান অরি মানিকগঞ্জ প্রতিনিধি:

তৃণমূল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে মানিকগঞ্জে আয়োজিত এক সেমিনারে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তারুজ্জামান। সেমিনারের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব ড. মোনোয়ার হোসেন মোল্লা।

সেমিনারে সিএইচসিপি, সাংবাদিক, নাগরিক সমাজ, এনজিও প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা এবং জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উল্লেখ করা হয়, এক সিএইচসিপি এককভাবে ১০০টি নর্মাল ডেলিভারির রেকর্ড গড়ে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। এজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

বক্তারা আরও বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাচ্ছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন এবং সিএইচসিপিদের সেবার মানোন্নয়নে উৎসাহিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।