, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা

কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা অসামাজিক মুক্ত ও মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা

  • প্রকাশের সময় : ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৯ পড়া হয়েছে

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে শিল্প পণ্য ও বানিজ্য মেলায় এখন ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। মেলায় শতাধিক স্টলে বিভিন্ন রকম পণ্য পাওয়া যাচ্ছে। মেলায় দর্শনাথীরা হরেক রকম পণ্য দেখতে ও কিনতে ব্যস্ত সময় পাড় করছেন। প্রেসক্লাবে উদ্যোগে মাদকমুক্ত পরিবেশে ব্যাতিত্রুমী আয়োজন। লটারী, জুয়া ও অনৈতিক কাজ বাদ রেখে মাদকমুক্ত পরিবেশে অর্থনৈতিক ও বিনোদনের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে মেলা প্রাঙ্গন।
মেলা সুত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর প্রেসক্লাব মাস ব্যাপী ওই মেলার আয়োজন করেছে। মহাসড়ক থেকে একটু ভিতরে প্রবেশ করলে দেখা যাবে মেলার আকর্ষনীয় দৃষ্টি নন্দন গেইট। মেলায় নারী উৎদোক্তা দিপার ঐহিত্যাহী গ্রামীন পিঠা সবার নজর কেড়েছে। এ ছাড়া খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও এম্বুলেন্স সার্ভিস।পানির ফোয়রা ও ৮০ ফিট টাওয়ার লাইটিং মেলাকে আকর্ষনীয় করেছে। মেলায় রয়েছে বাহারি শোপিস, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিকস সামগ্রী,ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন ইউনিক স্টল, দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির প্যাভেলিয়ন। এছাড়া গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকান রয়েছে । মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উচ্ছ্বাসিত বিক্রেতারাও। বিভিন্ন সামগ্রী কিনতে দেওয়া হচ্ছে নতুন নতুন ছাড়। আর শিশু ও বড় জন্য রয়েছে ভিন্ন ভিন্ন রাইড নাগরদোলা, সামপান, বেবী ট্রেন, ড্রাগন ট্রেন, জামপাড়, হাতি ঘোড়া, হানি সিং, স্লীপার, ভূতের বাড়িসহ বিভিন্ন বিনোদন । মেলার ভিতর নামাজ ও বাচ্ছাদের মাতৃদুগ্ধ পান করানোর আলাদা জায়গা। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতিদিনই। মেলায় পাওয়া জিনিস পএের দাম সাধ্যের মধ্যে রয়েছে বিক্রেতাদের। মেলায় নিরাপত্তার জন্য রয়েছে পর্যাপ্ত পুলিশ ও মেলা কমিটির নিজস্ব ভলেন্টিয়ার সহ মেলা কমিটির সদস্য বৃন্দ।
গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিন বলেন,মেলা বলতে আমরা বুঝি লটারি জুয়া নাচ গান এক কথায় অসামাজিক কিছু। কিন্তু কালিয়াকৈর প্রেসক্লাব সম্পূর্ণ অসামাজিক মুক্ত লটারি জুয়া মাদক ব্যতীত এই বাণিজ্য মেলার আয়োজন করেছে এজন্য কালিয়াকৈর প্রেসক্লাবকে ধন্যবাদ জানাই।

জনপ্রিয়

অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা!

কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা অসামাজিক মুক্ত ও মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা

প্রকাশের সময় : ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে শিল্প পণ্য ও বানিজ্য মেলায় এখন ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। মেলায় শতাধিক স্টলে বিভিন্ন রকম পণ্য পাওয়া যাচ্ছে। মেলায় দর্শনাথীরা হরেক রকম পণ্য দেখতে ও কিনতে ব্যস্ত সময় পাড় করছেন। প্রেসক্লাবে উদ্যোগে মাদকমুক্ত পরিবেশে ব্যাতিত্রুমী আয়োজন। লটারী, জুয়া ও অনৈতিক কাজ বাদ রেখে মাদকমুক্ত পরিবেশে অর্থনৈতিক ও বিনোদনের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে মেলা প্রাঙ্গন।
মেলা সুত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর প্রেসক্লাব মাস ব্যাপী ওই মেলার আয়োজন করেছে। মহাসড়ক থেকে একটু ভিতরে প্রবেশ করলে দেখা যাবে মেলার আকর্ষনীয় দৃষ্টি নন্দন গেইট। মেলায় নারী উৎদোক্তা দিপার ঐহিত্যাহী গ্রামীন পিঠা সবার নজর কেড়েছে। এ ছাড়া খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও এম্বুলেন্স সার্ভিস।পানির ফোয়রা ও ৮০ ফিট টাওয়ার লাইটিং মেলাকে আকর্ষনীয় করেছে। মেলায় রয়েছে বাহারি শোপিস, বাচ্চাদের খেলনা, ইলেকট্রনিকস সামগ্রী,ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন ইউনিক স্টল, দেশীয় প্রসিদ্ধ বিভিন্ন কোম্পানির প্যাভেলিয়ন। এছাড়া গৃহস্থালি সামগ্রী ও খাবারের দোকান রয়েছে । মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়ে উচ্ছ্বাসিত বিক্রেতারাও। বিভিন্ন সামগ্রী কিনতে দেওয়া হচ্ছে নতুন নতুন ছাড়। আর শিশু ও বড় জন্য রয়েছে ভিন্ন ভিন্ন রাইড নাগরদোলা, সামপান, বেবী ট্রেন, ড্রাগন ট্রেন, জামপাড়, হাতি ঘোড়া, হানি সিং, স্লীপার, ভূতের বাড়িসহ বিভিন্ন বিনোদন । মেলার ভিতর নামাজ ও বাচ্ছাদের মাতৃদুগ্ধ পান করানোর আলাদা জায়গা। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের ভিড় বাড়ছে প্রতিদিনই। মেলায় পাওয়া জিনিস পএের দাম সাধ্যের মধ্যে রয়েছে বিক্রেতাদের। মেলায় নিরাপত্তার জন্য রয়েছে পর্যাপ্ত পুলিশ ও মেলা কমিটির নিজস্ব ভলেন্টিয়ার সহ মেলা কমিটির সদস্য বৃন্দ।
গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মিনার উদ্দিন বলেন,মেলা বলতে আমরা বুঝি লটারি জুয়া নাচ গান এক কথায় অসামাজিক কিছু। কিন্তু কালিয়াকৈর প্রেসক্লাব সম্পূর্ণ অসামাজিক মুক্ত লটারি জুয়া মাদক ব্যতীত এই বাণিজ্য মেলার আয়োজন করেছে এজন্য কালিয়াকৈর প্রেসক্লাবকে ধন্যবাদ জানাই।