মো: আরিফুর রহমান অরি মানিকগঞ্জ প্রতিনিধি :
শিবালয়ে এক পরিবারের স্বপ্ন থেমে গেল সড়কের ধুলোয়।
মাত্র ২০ বছরের তরুণ রিয়াদ রেজা। সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছে, সামনে কলেজে ভর্তির প্রস্তুতি। পরিবার আর বন্ধুদের কাছে তিনি ছিলেন প্রাণবন্ত, হাসিখুশি আর স্বপ্নবাজ। কিন্তু সড়কের এক মুহূর্তের দুর্ঘটনা সবকিছু থামিয়ে দিল চিরতরে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটের প্রবেশপথ আরসিএল মোড়ে দ্রুতগামী সেলফি পরিবহনের একটি বাস মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রিয়াদ। গুরুতর আহত হন তার বন্ধু রোমান।
রিয়াদের বাড়ি উপজেলার তেওতা ইউনিয়নের গান্ধাইল গ্রামে। বাবা রেজাউল আর মা’কে নিয়ে ছোট সংসার। পরিবার ও আত্মীয়স্বজনের কাছে রিয়াদ ছিলেন সবার আশা। সদ্য এসএসসি শেষ করে উচ্চশিক্ষার পরিকল্পনা করছিলেন।
প্রতিবেশীরা জানালেন, রিয়াদ ছিলেন মেধাবী ও প্রাণবন্ত তরুণ। খেলাধুলা, আড্ডা কিংবা পড়াশোনা—সবকিছুতেই সবার প্রিয় ছিলেন তিনি। তার হঠাৎ মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের এক আত্মীয় বলেন, “রিয়াদ খুবই হাসিখুশি আর পরিশ্রমী ছিল। পরিবারের জন্য অনেক স্বপ্ন ছিল তার। কিন্তু সেলফি পরিবহনের এই বাস সব স্বপ্ন শেষ করে দিল। আমরা এর বিচার চাই।”
বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।