এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের ৪ নম্বর ওয়ার্ডের চক সূত্রাপুর হরিজন কলোনিতে যৌথ বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে কালি মন্দির সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন জানে আলম সাদিফ। অভিযানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার, সদর ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম।
অভিযানে উদ্ধার করা হয় ১৬০ বোতল কেরু মদ, ৩০ বোতল বাংলা মদ, ৪৫ কেজি গাঁজা, ৪টি ওজন মাপার মেশিন এবং নগদ ৩০ হাজার টাকা।
অভিযানে গ্রেফতার হয়েছেন চক সূত্রাপুর হরিজন কলোনির বাসিন্দা ১ নম্বর আসামি শ্রী হরিজন (৩৫), পিতা শ্রী বিল্টু হরিজন এবং ২ নম্বর আসামি শ্রী শান্ত বাসফোর (২৫), পিতা শ্রী বাদল বাসফোর।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।