এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগা হাট এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে একটি অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজির চালক।
দুর্ঘটনাটি ঘটে গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। আদমদিঘি উপজেলার ইন্দইল গ্রামের বাসিন্দা আইনুন নাহার আশা (৩৭) তাঁর শিশু সন্তান আয়াত (৬) কে নিয়ে সিএনজিযোগে আদমদিঘি যাচ্ছিলেন। পথে কাহালু উপজেলার দরগাহাট বাসস্ট্যান্ড থেকে পশ্চিমে, বগুড়া ভাণ্ডার ফ্যাক্টরির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক তাদের বহনকারী সিএনজিটিকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই মারা যান আইনুন নাহার আশা। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত অবস্থায় শিশু আয়াত ও অজ্ঞাত (৫৫) বছর বয়সী সিএনজি চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু আয়াতকে মৃত ঘোষণা করেন।
নিহত আইনুন নাহার আশা আদমদিঘির ইন্দইল গ্রামের রতনের স্ত্রী এবং শিশু আয়াত তার সন্তান। আহত সিএনজি চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ট্রাকটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ট্রাক ও চালককে শনাক্ত করতে তদন্ত চলছে।