খাজা রাশেদ,লালমনিরহাট:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তিস্তা শাখা,লালমনিরহাটের আয়োজনে স্কুল ব্যাংকিং ও আর্থিক সাক্ষরতা বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল তিন টায়
সদর উপজেলার তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়,তিস্তা লালমনিরহাটের হলরুমে রাকাব
তিস্তা শাখা ব্যবস্থাপক মানিক চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকাব, বিভাগীয় কার্যালয় রংপুরের মহাব্যবস্থাপক
মোঃ রহমতুল্লাহ সরকার।
বিশেষ অতিথি রাকাব,জোনাল কার্যালয় লালমনিরহাটের জোনাল ব্যবস্থাপক মুহাঃ হাফিজুল ইসলাম,তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক সরকার।
স্কুল ব্যাংকিং ও আর্থিক সাক্ষরতা বিষয়ক ক্যাম্পের আলোচনায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পাঠ্যবইয়ের প্রতি বেশি বেশি মনোযোগী হবার পাশাপাশি তাদের স্কুল ব্যাংকিং ও আর্থিক সাক্ষরতা বিষয়ক ক্যাম্পের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা করেন।
রাকাব তিস্তা শাখার কর্মকর্তা-কর্মচারী,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ সময়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিদের হাতে শুভেচ্ছা সামগ্রী তুলে দেন প্রধান শিক্ষক একরামুল হক সরকার।