
মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি : সাভারে কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়েছেন ২২ বছর বয়সী সোলাইমান হোসাইন। নিখোঁজ হওয়ার চার দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ যুবকের পরিবার চরম উৎকণ্ঠায় দিন পার করছেন।
প্রতিবেদকের তথ্য অনুযায়ী, গত ১৩ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে সাভারের আল-মুসলিম গার্মেন্টস থেকে দুপুরের খাবারের জন্য বের হয়েছিলেন সোলাইমান। এরপর থেকে তিনি আর ফেরেননি।
নিখোঁজ সোলাইমানের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর গ্রামে। তার বাবা ইসমাইল হোসেন একজন ব্যবসায়ী। এছাড়াও তার চাচা হামিদুল ইসলাম আল-মুসলিম গার্মেন্টসের এজিএম হিসেবে কর্মরত।
সোলাইমান সাভার পৌরসভার গেন্ডা এলাকায় চুন্নু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। নিখোঁজ হওয়ার দিন মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও নাম্বার বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা তার সন্ধান চেয়ে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১২৫৫) করেছেন।
নিখোঁজ সোলাইমানের চাচা হামিদুল ইসলাম জানান, “সোলাইমানের কোনো আর্থিক সমস্যা, পারিবারিক বিরোধ বা কর্মস্থলে ঝামেলা ছিল না। সে নিখোঁজ হওয়ার দিন সকালে স্বাভাবিকভাবে কর্মস্থলে এসেছিল। দুপুরে খাবারের জন্য বের হয়ে আর ফেরেনি।”
সোলাইমানের বাবা ইসমাইল হোসেন বলেন, “আমার ছেলের কারো সঙ্গে শত্রুতা নেই। তিনি শুধু নিরাপদে পরিবারে ফিরে আসুক। নিখোঁজের ঘটনায় আমরা চরম দুশ্চিন্তায় আছি।”
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, “অনুসন্ধানে এখন পর্যন্ত নিখোঁজের পেছনের কোনো সূত্র পাওয়া যায়নি। পুলিশ তাকে উদ্ধারে কাজ করছে।”
পরিবার ও পুলিশ এখন তার সন্ধানে তৎপর রয়েছে।





















