, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা! পাঁচবিবির ধরঞ্জীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বেঞ্চে বসা নিয়ে তর্কে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আহত ৫ বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত মেহেরপুর-০১ আসনে বিএনপির মনোনয়ন পুন:র্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি মোরেলগঞ্জে জলবায়ু ও সামাজিক সচেতনতা নিয়ে কোডেকের নতুন কমিটি গঠনে আলোচনা সভা র্ণিল আয়োজনে মেহেরপুর সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক উৎসব আশাশুনির আনুলিয়ায় এমপি প্রার্থী রবিউল বাশারের নির্বাচনী প্রচারনা,শোডাউন ও পথসভা

পটিয়ায় অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ পরে মুক্তি

  • প্রকাশের সময় : ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১২১ পড়া হয়েছে

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরে সকাল ৭টায় ৩জন সিএনজি আরোহী অস্ত্রের মুখে নুরুল আলম আরজু(২৫) নামের ১ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় পরে টাকা নিয়ে মুক্তি দেয়।

ঘটনাটি ঘটে ১৭ই সেপ্টেম্বর (বুধবার) সকাল ৭টায় পৌরসদরে মুন্সেফ বাজার সুচক্রদন্ডী রাস্তার মাথা।

শাহা আমানত পোল্ট্রি ফার্মের মালিক আরজু জানান, প্রতিদিনের মত আজ সকাল ৭টায় দোকান খুলতে আসলে আগে থেকে উৎপেতা থাকা সিএনজি নিয়ে মুখোশধারী ৩যুবক অস্ত্র ও চাকু ধরে আমাকে সিএনজিতে তুলেন।আমাকেও মুখোশ পড়িয়ে দেয়।হাতিয়ে পকেট থেকে ৪০হাজার টাকা ও চাবি সহ তোড়া নিয়ে নেয়।অপহরণকারীরা তাকে বলেন ৪লাখ দিতে,আবার ১৭লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে।অপরাগ শিকার করলে তাকে নির্যাতন করে ধলঘাট ইউনিয়নের মুকুট নাইট গ্রামের নির্জন এলাকায় মাছের প্রজেক্টে রেখে চলে যায়।
অস্ত্রধারী যুবককে সে চিনতে পেরেছে।সে প্রায়সময় তার দোকানে আসাযাওয়া করে।তার নাম ফাহিম,২নং রোডে থাকে,তার বাড়ি দঃভূর্ষী ইউনিয়নের ডেংগাপাড়া গ্রামের ৯নং ওয়ার্ড।

মুন্সেফ বাজার ব্যব:সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম খোকন বলেন,সিএনজি যোগে ১জন ব্যবসায়ীকে অপহরণের খবর পেয়ে থানায় ফোন করি।
পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনা স্হল হতে তাকে উদ্ধার করে।নুরুল আবচার আরজু মুন্সেফ বাজারস্হ নুর মিস্ত্রির ছেলে।ইউনিয়ন ব্যাংকে চাকরি করতেন।সম্প্রতি ব্যাংকের চাকরিচ্যুত হওয়ায় মুরগীর ব্যবসা পরিচালনা করেন।

জনপ্রিয়

অভিমানে পরোপারে পাড়ি জমালেন মাদ্রাসা শিক্ষার্থী ইসমতআরা!

পটিয়ায় অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ পরে মুক্তি

প্রকাশের সময় : ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া উপজেলা সদরে সকাল ৭টায় ৩জন সিএনজি আরোহী অস্ত্রের মুখে নুরুল আলম আরজু(২৫) নামের ১ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় পরে টাকা নিয়ে মুক্তি দেয়।

ঘটনাটি ঘটে ১৭ই সেপ্টেম্বর (বুধবার) সকাল ৭টায় পৌরসদরে মুন্সেফ বাজার সুচক্রদন্ডী রাস্তার মাথা।

শাহা আমানত পোল্ট্রি ফার্মের মালিক আরজু জানান, প্রতিদিনের মত আজ সকাল ৭টায় দোকান খুলতে আসলে আগে থেকে উৎপেতা থাকা সিএনজি নিয়ে মুখোশধারী ৩যুবক অস্ত্র ও চাকু ধরে আমাকে সিএনজিতে তুলেন।আমাকেও মুখোশ পড়িয়ে দেয়।হাতিয়ে পকেট থেকে ৪০হাজার টাকা ও চাবি সহ তোড়া নিয়ে নেয়।অপহরণকারীরা তাকে বলেন ৪লাখ দিতে,আবার ১৭লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে।অপরাগ শিকার করলে তাকে নির্যাতন করে ধলঘাট ইউনিয়নের মুকুট নাইট গ্রামের নির্জন এলাকায় মাছের প্রজেক্টে রেখে চলে যায়।
অস্ত্রধারী যুবককে সে চিনতে পেরেছে।সে প্রায়সময় তার দোকানে আসাযাওয়া করে।তার নাম ফাহিম,২নং রোডে থাকে,তার বাড়ি দঃভূর্ষী ইউনিয়নের ডেংগাপাড়া গ্রামের ৯নং ওয়ার্ড।

মুন্সেফ বাজার ব্যব:সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম খোকন বলেন,সিএনজি যোগে ১জন ব্যবসায়ীকে অপহরণের খবর পেয়ে থানায় ফোন করি।
পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনা স্হল হতে তাকে উদ্ধার করে।নুরুল আবচার আরজু মুন্সেফ বাজারস্হ নুর মিস্ত্রির ছেলে।ইউনিয়ন ব্যাংকে চাকরি করতেন।সম্প্রতি ব্যাংকের চাকরিচ্যুত হওয়ায় মুরগীর ব্যবসা পরিচালনা করেন।