মোমিন আলি লস্কর জয়নগর (আন্তর্জাতিক) প্রতিনিধি :
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জনসংযোগ এবং প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধিতে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিকে শক্তিশালী করতে এবার সরাসরি ময়দানে নামলেন রাজ্যের বিধায়ক মন্ত্রীরা। রাজ্য সরকারের উদ্যোগে চলা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪পরগনার জেলার জয়নগর এক নম্বর ব্লকের উত্তর দুর্গাপুর অঞ্চলের ফতেপুর এফ পি প্রাইমারি স্কুলের আয়োজিত ৯৬ ও ৯৭ নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পরিদর্শনে করলেন জয়নগর কেন্দ্রের বিধানসভার বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস।সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা বন্দনা লস্কর মহাশয়া।জয়নগর এক নম্বর ব্লকের জয়েন বিডিও ,
উত্তর দুর্গাপুর অঞ্চলে প্রধান সাহেবা আম্বিয়া বিবি লস্কর,এই অঞ্চলের উপপ্রধান সহ পঞ্চায়েতের আধিকারিকগন সহ অঞ্চলের সমস্ত সদস্য সদস্যারা।এদিন ক্যাম্পের প্রতিটি টেবিল ঘুরে ঘুরে যে সমস্ত মানুষজন তাদের এলাকার সমস্যার কথা জানাতে এসেছেন তাদের সঙ্গেও কথা বলেন বিশিষ্ট বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাস।তাঁদের সমস্যার কথা শোনেন এবং প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি বলেন, ‘এখানে একাধিক সমস্যার কথা জমা পড়েছে। সেগুলির দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর কাজ শুরু করবে।’সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন বিধায়ক। তিনি বলেন, ‘মানুষ যে প্রকল্পটিকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন, তা তাঁদের উপস্থিতিতেই স্পষ্ট ।সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল জয়নগরের মানুষের কাছে প্রশাসনের এই সরাসরি পৌঁছে যাওয়ার উদ্যোগকে ঘিরে আশাবাদী এলাকার বাসিন্দারা। তাঁদের কথায়, বিধায়কেরা যখন নিজেরাই আমাদের দরজায় এসে দাঁড়ান, তখন আশা জাগে সমস্যার সমাধান এবার হবেই।শুধু উপস্থিতি নয়, শিবিরে জমা পড়া অভিযোগ, আবেদন ও পরামর্শগুলি দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে বলেও জানানো হয়েছে।ফলে নিরপেক্ষতা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রের দাবি, এই উদ্যোগের প্রধান লক্ষ্য তিনটি – প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, তৃণমূল স্তরে প্রকৃত সমস্যার সঙ্গে মন্ত্রীদের পরিচয় এবং আসন্ন নির্বাচনের আগে জনসংযোগ মজবুত করা। রাজ্যের সমস্ত জেলাশাসকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। মূলত ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিকে আরও কার্যকর করতে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের উপর মানুষের আস্থা আরও বাড়বে। স্থানীয় স্তরে সমস্যার দ্রুত সমাধানও সম্ভব হবে। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা – শিবির পরিদর্শনের রিপোর্ট নিয়মিত নবান্নে জমা দিতে হবে।সব মিলিয়ে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই শিবিরগুলিতে এখন থেকে বিধায়ক ও মন্ত্রীদের সরাসরি উপস্থিতি এবং তদারকিতে রাজ্যের জনমুখী প্রকল্পগুলি নতুন গতি পাবে বলেই আশাবাদী নবান্ন। প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে এই পদক্ষেপ কতটা সফল হয়, সেদিকেই এখন নজর গোটা রাজ্যের।