
সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:
নতুন রূপে সাজিয়ে উঠছে জয়পুরহাট শহর।শহরের প্রায় ২ কিলোমিটার রাস্তার মাঝখানের ডিভাইডারে নানান রকম গাছ লাগানো হয়েছে।মানুষের গাছ লাগানোই বলে দিচ্ছে সবুজে ঘেরে যাবে জয়পুরহাট শহর।
এই কাজটুকু করার জন্য জয়পুরহাটের মানুষের মনবলেই সম্ভব হয়েছে । আমাদের শহরেই মানুষ গুলো নিজ নিজ দায়িত্বে আর ভালোলাগা থেকেই এ করেছে । অনেকেই সন্ধ্যাবেলা নিজ দায়িত্বে বালতি করে গাছ গুলোতে পানি দিচ্ছে।
জয়পুরহাট শহরের মানুষের মুখে একটাই স্লোগান এখনো চলছে,
এই শহর আমাদের, এই শহরকে সাজানোর দায়িত্ব আমাদের। তাই আমাদের শহর, যতটুকু পেরেছি আমরা নিজেরাই সাজিয়েছি…
এইভাবেই এই শহরকে নতুন রূপে সাজিয়ে তুলবো
রাস্তার পাশে থাকা কয়েক জন মানুষকে জিজ্ঞাসা করলে তারা জানান, রাস্তার মাঝখানে ডিভাইডারে গাছ লাগিয়ে শহরে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।এই গাছকে পরিচর্যা করা সবার দায়িত্ব।
এছাড়া তারা আরও বলেন,গাছ আমাদের নানা রকম প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে,তাই গাছ লাগাবো পরিবেশ রক্ষা করবো।





















