মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দলের তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে আগামীকাল সাভারের আশুলিয়ায় এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার দুপুর তিনটায় দোশাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এই জনসভা আয়োজন করেছেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
জনসভায় প্রায় কয়েক হাজার নেতাকর্মী এবং সমর্থকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। দীর্ঘদিন পর এত বড় আকারের জনসভা আয়োজন হওয়ায় দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও চাঞ্চল্য বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, ইতিমধ্যেই মঞ্চ নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা মঞ্চস্থলকে ব্যানার, ফেস্টুন ও শোভাময় আলংকারিক আয়োজনের মাধ্যমে সাজানো হয়েছে। উপস্থিত নেতারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ দলকে মাঠ পর্যায়ে আরও সক্রিয় এবং সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএনপি আশার্ত করছেন, এই জনসভা দলের সমর্থন বৃদ্ধির পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনের দৃঢ়তা আরও জোরদার করবে।