, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

ধুনটে নববধূ মেঘলা আক্তারের রহস্যজনক আত্মহত্যা

 

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার ধুনট উপজেলায় মেঘলা আক্তার খুশি (২০) নামে এক নববধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে, উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুশি স্বামীর বাড়ির নিজ কক্ষে বাঁশের তিরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আব্দুস সালাম সরকার অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই আমার ভাতিজিকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। আমি মনে করি, সে এসব নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।”

এ বিষয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) এস.এম. অমিত হাসান মাহমুদ জানান, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি।

 

মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয়

পটিয়ায় গৃহকর্তার অনুপস্থিত এ ১২লাখ টাকা চুরি

ধুনটে নববধূ মেঘলা আক্তারের রহস্যজনক আত্মহত্যা

প্রকাশের সময় : ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

 

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

 

বগুড়ার ধুনট উপজেলায় মেঘলা আক্তার খুশি (২০) নামে এক নববধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে, উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুশি স্বামীর বাড়ির নিজ কক্ষে বাঁশের তিরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা আব্দুস সালাম সরকার অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই আমার ভাতিজিকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। আমি মনে করি, সে এসব নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।”

এ বিষয়ে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) এস.এম. অমিত হাসান মাহমুদ জানান, “ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি।

 

মরদেহ ময়নাতদন্তের জন্য আগামীকাল বৃহস্পতিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। তদন্ত  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।