
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৬ দিনব্যাপী ৬০তম স্যাটেলাইট ট্রেনিং কোর্স বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে টিচার ট্রেইনার (নায়েম) মোঃ মাসুদ রানার সভাপতিত্বে ও ঘোষবাগ কাদেরিয়া হাইস্কুলে সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, টিচার ট্রেইনার (নায়েম) মোঃ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন এবং টিচার ট্রেইনার (নায়েম) মোঃ নূরে আলম শাহীন।
প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল, শিক্ষার মান উন্নয়নে আধুনিক শিক্ষণ কৌশল অর্জন, দক্ষতা বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থাপনা, যোগাযোগ ও আধুনিক গবেষণার ব্যবহারিক দিকগুলোও প্রশিক্ষণে তুলে ধরা হয়।
৬ দিনব্যাপী প্রশিক্ষণে উপস্থিত শিক্ষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের প্রযুক্তি বিষয়ে ধারণা সমৃদ্ধ করে এবং শিক্ষার্থীদের কাছে যুগোপযোগী শিক্ষা পৌঁছে দিতে সহায়তা করে। প্রশিক্ষণ চলাকালে বিভিন্ন সেশন পরিচালনা করেন নায়েম-এর অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষকরা জাতির মেরুদন্ড। প্রযুক্তির সঠিক ব্যবহার শিখে শিক্ষকরা যেমন নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন, তেমনি শিক্ষার্থীদের মধ্যেও ডিজিটাল জ্ঞান ছড়িয়ে দিতে সক্ষম হবেন।





















