
কামরুজ্জামান, লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য জেলা, লংগদু উপজেলার একটি অসহায় পরিবারের জন্য নবনির্মিত বসতঘর হস্তান্তর করা হয়েছে। এ সময় অসহায় পরিবারের উজ্জ্বল ভবিষ্যত কামনা, ঘর নির্মাণে অর্থ সহায়তা প্রদানকারী সহ সার্বিক সহযোগিতাকারীদের জন্য এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত করা হয়। অসহায় পরিবারের গৃহ নির্মাণে সহযোগিতাকারী সকলকে ছায়ানীড়’র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ছায়ানীড়’র সভাপতি ও সাধারণ সম্পাদক । সুবিধাভোগী পরিবারের সদস্যরাও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ছায়ানীড়’র প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) বিকালে উপজেলার লংগদু ইউনিয়নের মধ্য বাইট্টাপাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেনকে গৃহ ও প্রতীকি চাবি হস্তান্তর অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃজাহাঙ্গীর হোসাইন।
এতে আরো উপস্থিত ছিলেন ছায়ানীড় লংগদু এর সভাপতি প্রভাষক হারুনুর রশিদ, সাধারন সম্পাদক আল আমিন ইমরান, লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি ছায়ানীড় সামাজিক সংঠনের সকল সদস্যদের এধরণের মানবিক কাজের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি এধরনের কাজে উপজেলা প্রশাসনের যেকোন সহযোগিতা করা হবে আশ্বস্ত করেন।
মোঃআনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে রক্তশূন্যতার রোগে ভুগতেছেন,তার শরিরে দুই তিন মাস পর পর রক্ত দিতে হয়, সে কোনো কাজ করতে পারে না। তিন মেয়ে ও এক ছেলে নিয়ে স্বামী -স্ত্রী দুজনেই অসহায় অবস্থায় বৃষ্টি পানি, আর রোদ্রের তাপে আনেক কষ্ট করে বসবাস করে আসতেছেন। তার এমন কষ্ট দেখে স্বেচ্ছাসেবী সংগঠন ছায়ানীড় মোঃআনোয়ার হোসেন এর ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।





















