
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের পটিয়া উপজেলায সড়ক দুর্ঘটনা এখন নিত্যদিনের ঘটনায় পরিনত হয়েছে।চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিদিন ২/১টি সড়ক দুর্ঘটনায় নিহত হবার খবর পাওয়া যায়।
২০শে সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় বাদামতল শাহাআমানত গ্যাস পাম্পের সামনে কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখী ঈগল এক্সপ্রেসর সাথে চট্টগ্রাম থেকে কক্সবাজার গামী সৌদিয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ৪০জন আহত হয়।
আহতদের পটিয়া হাসপাতালে পাঠিয়ে দেয়।
নিহত ঈগলের চালক আরফাত(২৫)কে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়।
চালক আরফাতের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নুর হোসেনের পুত্র।
চালক আরফাতের সহকারী জানান, আরাফাতের আবস্থা আশাংকাজনক হওয়ায় চমেক হাসপাতালে নিয়ে আসি।আসার পথে তার মৃত্যু হয়।
হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন বলেন,মুখোমুখি সংঘর্ষের সাথে সাথে আহতদের পটিয়া হাসপাতালে পাঠিয়ে দেই এবং আশংকাজনক একজন চালককে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।





















