এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলায় কৃষকের ১ বিঘা জমির কলাগাছ এবং পাশের জমির করলা ও শিম গাছ কেটে ও উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে, উপজেলার গাড়িদহ ইউনিয়নের রামনগর গ্রামে।
জানা গেছে, রামনগর গ্রামের কৃষক সুরুজ আলী অন্যের জমি লিজ নিয়ে প্রায় ১ বিঘা জমিতে কলার বাগান করেন। ফসল ভাল হওয়ার আশায় দিনরাত পরিশ্রম করলেও শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে তার সবগুলো কলাগাছ কেটে ফেলে রেখে যায়।
এতেই শেষ নয়, একই রাতে পাশের জমিতে থাকা সুরুজ আলীর শ্বশুর গোলাম রব্বানীর ১২ শতক জমির করলার গাছ ও শিম গাছও উপড়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। এতে দুই কৃষকের প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা।
ক্ষতিগ্রস্ত কৃষক সুরুজ আলী বলেন, “এই জমি লিজ নিয়ে কলা চাষ করেছিলাম। এখন সব শেষ হয়ে গেল। কারা এমন শত্রুতা করল, বুঝতে পারছি না। থানায় অভিযোগ করব।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই রামনগর এলাকায় কৃষি জমি নিয়ে কিছুটা বিরোধ চলে আসছিল। তবে কে বা কারা এই কাজ করেছে, তা নিয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”