
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুরে বহুল আলোচিত ব্যবসায়ী আল-আমিন হত্যা মামলার অন্যতম আসামি আবু খায়ের (৩৮) কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আবু খায়ের মামলার এজাহারে ছয় নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে শাজাহানপুর উপজেলার ভাদাই কান্দি এলাকায় আল-আমিনকে স্থানীয় একটি বাঁশঝাড়ে এলোপাতাড়ি মারধর করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।





















